গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের প্রচার শেষ হয়েছে গত মঙ্গলবার। দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন ১৪ ডিসেম্বর। প্রচার শেষে হিসেব বলছে সংখ্যার নিরিখে প্রচার যুদ্ধে যুযুধান দু’পক্ষ বিজেপি ও কংগ্রেস কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন ৩৪টি জনসভা। যার মধ্যে রয়েছে গত মঙ্গলবার সি প্লেনে ধারোই ড্যাম হয়ে আম্বাজি মন্দিরে পুজো দেওয়া। গুজরাটে বিজেপির অন্যতম ভরসা তথা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৩১টি জনসভা করেছেন।
অন্যদিকে সমানে সমানে টেক্কা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গোটা গুজরাট চষে বেড়িয়ে শুধু ৩০টি জনসভাই তিনি করেননি, তার সঙ্গে ঘুরেছেন এই রাজ্যের ১২টি গুরুত্বপূর্ণ মন্দিরেও। তালিকায় রয়েছে আম্বাজি ও সোমনাথের মত ভারত বিখ্যাত মন্দিরও। পরীক্ষার প্রস্তুতি যে বেশ ভালোই করেছে দুই যুযুধান পক্ষ তা সংখ্যার নিরিখেই পরিস্কার। আগামী ১৮ ডিসেম্বর বোঝা যাবে কে হতে চলেছে ফার্স্ট বয়।