ভোট দিয়ে বার হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করেছেন। গুজরাটে দ্বিতীয় দফার ভোট গ্রহণের মাঝে এটা নির্বাচনী বিধিভঙ্গ। দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই বিধি ভঙ্গ করেছেন নরেন্দ্র মোদী। এদিন এমনই অভিযোগ তুলল কংগ্রেস। এদিন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন নির্বাচন কমিশনের দিকে। সব দেখেও কমিশন চুপ করে আছে বলে দাবি করে সুরজেওয়ালা বলেন নির্বাচন কমিশন এখন বিজেপির কাঠপুতুলে পরিণত হয়েছে। দেশের ৭০ বছরের ইতিহাসে নির্বাচন কমিশনের এমন দুর্দশা দেখা যায়নি। বিজেপির শাখা সংগঠন বলেও নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন তিনি। নরেন্দ্র মোদীর অঙ্গুলিহেলনে কমিশন চলছে বলেও দাবি করেন সুরজেওয়ালা।
প্রসঙ্গত গত বুধবার গুজরাট নির্বাচন নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাৎকার দেখানোর জন্য দিল্লির কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগে রাহুল গান্ধীকেও নোটিস পাঠানো হয়। এদিন সেই প্রসঙ্গ টেনে সুরজেওয়ালা দাবি করেন নির্বাচন কমিশন কংগ্রেসের ক্ষেত্রে একরকম আর বিজেপির ক্ষেত্রে আর একরকম পদক্ষেপ করছে। রাহুল গান্ধীকে যদি নোটিস পাঠানো হয়ে থাকে, দিল্লির চ্যানেলের বিরুদ্ধে যদি এফআইআর হয়ে থাকে, তবে কেন এদিন ‘রোড শো’ করার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করছে না তারা, সে প্রশ্নও তোলেন তিনি।