সামনে দুরন্ত গতিতে ছুটে পালাচ্ছে সাদা রঙের একটি স্করপিও গাড়ি। ভিতরে সশস্ত্র ৫ গ্যাংস্টার। স্করপিওকে পিছু ধাওয়া করে আসছে পুলিশের গাড়ি। ২টি গাড়ি কাছাকাছি আসতেই সাদা স্করপিও থেকে ছুটে আসতে লাগল গুলির বৃষ্টি। আত্মরক্ষা করতে পাল্টা গুলি ছুঁড়তে থাকে পুলিশও। না, এটা কোনও বলিউড বা হলিউডের অ্যাকশন বা স্টান্ট দৃশ্য নয়। একেবারে সিনেম্যাটিক কায়দায় পুলিশের সঙ্গে মাফিয়া দলের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল পঞ্জাবের ভাতিন্ডা। গুলির সংঘর্ষে খতম ২ গ্যাংস্টার। আহত বাকি ৩। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। আটক গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩টি পিস্তল।
মোট ৫ জনের দুষ্কৃতি দল পঞ্জাবের দাগী অপরাধী ভিকি গাউন্ডারের হয়ে কাজ করে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ভিকি গাউন্ডার নামে কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে বেশ কয়েকটি খুনসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে ৫ মাফিয়ার মধ্যে ৩ জন ভাতিন্ডার ভুচো গ্রাম থেকে একটি গাড়ি চুরি করে পালায়। ভাতিন্ডার গুলবার্গের কাছে গ্যাংস্টারদের গুলি বিনিময় হয় পুলিশের সঙ্গে। গ্যাংস্টার দলের মূল চক্রী ভিকির শাগরেদ দর্শন সিংয়ের গ্রেফতারের পর মাফিয়া দলের আবার মাথাচাড়া দেওয়ার ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন পঞ্জাব পুলিশ।