১৬ ডিসেম্বর, ২০১২। রাজধানী দিল্লিতে বাসের ভিতরে পাশবিক যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন নির্ভয়া। ১৬ ডিসেম্বর, ২০১৭। মাঝখানে মাত্র ৫ বছরের ব্যবধান। আরও একবার নির্ভয়া কাণ্ডের ছায়া পড়ল দিল্লির শালিমার বাগের একটি পার্কে। বন্ধুর সামনেই এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। নির্ভয়া যাতে সাক্ষ্য দিতে না পারে তার জন্য অবশ্য তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল দুষ্কৃতিরা। আর এবারের ঘটনায় নির্যাতিতা ওই কিশোরী কথা বলার মত অবস্থায় আছে।
১৬ বছরের ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, গত শনিবার বিকেলে পুরুষ বন্ধুর সঙ্গে পার্কে বসে গল্প করছিল সে। সন্ধ্যা নামতেই পার্কে ঢুকে পড়ে অপরিচিত ৩ যুবক। অভিযোগ, সন্ধ্যাবেলা পুরুষ বন্ধু নিয়ে পার্কে বসে গল্প করার জন্য কিশোরী ও তাঁর বন্ধুর দিকে ওই যুবকরা কুমন্তব্য ছুঁড়তে থাকে। কিশোরীর বন্ধু প্রতিবাদ করলে নির্ভয়ার বন্ধুর মতো একইভাবে তাঁকে মারধর করা হয়। কিশোরীর ফোন কেড়ে নিয়ে তা ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতির দল। এরপর একে একে ওই কিশোরীকে দুষ্কৃতিরা ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে গুরুতর আহত ওই কিশোরী। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় দুষ্কৃতিরা।
বাড়ি এসে কিশোরী ও তার বন্ধু ঘটনার কথা খুলে বলার পর রাতেই অভিযোগ দায়ের করা হয় থানায়। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ওই কিশোরী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
বাস রাস্তার পর এবার পার্ক। বারবার প্রকাশ্যে ধর্ষণের ঘটনায় দিল্লিতে মেয়েদের নিরাপত্তা ও পুলিশের সদর্থক ভূমিকা নিয়ে ফের একবার উঠে এল বড়সড় প্রশ্ন।