হলিউড ব্লকবাস্টার সিনেমা ‘স্পিড’-এর শেষ দৃশ্যটা মনে আছে? বেলাগাম মেট্রো রেল দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছিল রাজপথে। সে ছিল রোমহর্ষক সিনেমা মাত্র। কিন্তু এদিন তারই বাস্তবায়ন দেখল দিল্লি। নয়ডার বোটানিক্যাল গার্ডেন থেকে দিল্লির কালকাজি পর্যন্ত ১২ দশমিক ৬৪ কিলোমিটার পথ চালকহীন মেট্রো দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৫ ডিসেম্বর এই মেট্রো রুটের উদ্বোধন হওয়ার কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করার কথা এই নয়া লাইনের। তার আগে জোরকদমে চলছিল ট্রায়াল রান। মঙ্গলবার সেই ট্রায়াল রানের সময়েই বেলাগাম হয়ে চালকহীন মেট্রো রেক সোজা ছুটে গিয়ে ধাক্কা মারে মেট্রোর শেষ প্রান্তে তৈরি একটি দেওয়ালে। তারপর দেওয়াল ফুড়ে মেট্রোর সামনের অংশ বেরিয়ে যায় বাইরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।