১০ জন সন্দেহভাজন জঙ্গির তালিকা ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার। ঢাকার তরফে সতর্ক করে জানান হয়েছে সম্ভবত এরা সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। এদিকে ছবি হাতে আসার পরই সেগুলি ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে সীমান্ত সুরক্ষাও।
বাংলাদেশে জঙ্গি হামলার পর প্রতিবেশি ভারতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। হায়দরাবাদে আইএস লিঙ্ক সন্দেহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএস সন্দেহে পশ্চিমবঙ্গ থেকেও গ্রেফতার করা হয়েছে মুসা ও তার সহযোগীদের। এবার বাংলাদেশ সরকারের পাঠানো ছবি দেখে ওই সব জঙ্গি সত্যিই ভারতে প্রবেশ করেছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।