উত্তরপ্রদেশের রায়বরেলির ছায়া এবারে প্রতিবেশি রাজ্য বিহারে। ভয়াবহ বয়লার বিস্ফোরণের কবলে পড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের। সূত্রের খবর, বুধবার রাতে বিহারের গোপালপুর জেলার সাসা মুসা নামে চিনির কারখানার বয়লার আচমকা ফেটে যায়। যার জেরে ফুটন্ত গরম জল ছিটকে গিয়ে পড়ে কর্মরত শ্রমিকদের গায়ে। ঘটনার সময় সেখানে শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। ঘটনাস্থলে পুড়ে মৃত্যু হয় ৩ শ্রমিকের।
খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় উদ্ধারকারী দল। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারা যান আরও ১ শ্রমিক। ভিতরে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের। তাঁদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
পুলিশের প্রাথমিক অনুমান, মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় বয়লারটি ফেটে যায়। অভিযোগ, প্রাচীন ঐ কারখানার বয়লারগুলি বহু পুরনো। সেগুলোর অবস্থা ভাল করে খতিয়ে না দেখেই ঝুঁকি নিয়ে এতদিন ঐ কারখানায় কাজ চলছিল বলে জখম শ্রমিকদের দাবি। দুর্ঘটনার পর কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ।