National

যৌনতায় ভরপুর কন্ডোমের বিজ্ঞাপন শুধুই রাতে, দিনে চলবে প্রচারমূলক কন্ডোমের বিজ্ঞাপন

কন্ডোম আর নারী মানেই রগরগে যৌনতা নয়। কন্ডোমের বিজ্ঞাপন হোক মানুষকে সচেতন করার মাধ্যম। তবেই সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কন্ডোমের বিজ্ঞাপনগুলি দেখাতে পারবে টেলিভিশন চ্যানেলগুলি। রাজস্থান হাইকোর্টের নোটিসের প্রেক্ষিতে এমনই জবাব দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

শিশুদের শৈশবের উপর কন্ডোমের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় সম্প্রতি কন্ডোমের বিজ্ঞাপন দেখানোর সময়সীমা রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে বেঁধে দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নিয়ম লঙ্ঘন করলে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। সেই নির্দেশ আবার কিছুটা শিথিল করলেন তাঁরাই।


শর্ত দুটো। কন্ডোমের বিজ্ঞাপনে অশোভনীয় কোন ইঙ্গিত থাকবে না। আর রগরগে যৌনতায় ভরপুর নারীকেন্দ্রিক কোনও বিজ্ঞাপনও দেখানো চলবে না। তার জন্য অবশ্য মন্ত্রকের উপদেষ্টা পরিষদের অধিকর্তাদের কড়া পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বিজ্ঞাপনগুলিকে। পরীক্ষায় পাশ করা সেইসব বিজ্ঞাপন চালানো যাবে দিনভর।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button