বড়দিনের মুখে ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল ৩২ জন যাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলায়। জানা গেছে, শনিবার সকালে অভিশপ্ত বাসটি রাজস্থানের লালসোট এলাকার কাছে বানাস নদীর সেতুতে নিয়ন্ত্রণ হারায়। গাড়িতে ছিলেন ৪৫ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক নিয়ন্ত্রণ হারানোয় বাস গিয়ে সোজা প্রথমে সেতুর দেওয়ালে ধাক্কা মারে। তারপর দেওয়াল ভেঙ্গে সোজা গিয়ে পড়ে বানাস নদীর বুকে। নদীতে সেইসময় জল কম থাকলেও, অনেক উপর থেকে বাস নিচে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ যায় ৩২ জন পর্যটকের। যাঁদের মধ্যে ৮ জন মহিলা ও ১ শিশু।
ভিন রাজ্য থেকে আসা পর্যটকেরা ঐ বাসে লালসোটের একটি মন্দির দর্শন করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকার্যে নামে পুলিশ। স্থানীয়রাও হাত লাগান। গুরুতর আহত ৭ যাত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বাকি যাত্রীদের খোঁজে নদীতে তল্লাশি জারি রেখেছেন উদ্ধারকারীরা। বাস চালকের চোখ লেগে যাওয়ার কারণে গাড়ির গতি তিনি নিয়ন্ত্রণ করতে পারেনি। যার ফলে এই ভয়ংকর দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।