২০১৭-র শেষটা ভাল গেল না লালুপ্রসাদ যাদবের পরিবারের জন্য। একদিকে শনিবার পশুখাদ্য মামলা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে বিপাকে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তাঁর মেয়ে ও জামাইয়ের নামে আদালতে আর্থিক দুর্নীতির দায়ে চার্জশিট জমা করল ইডি। ইডির তরফ থেকে এই বিষয়ে শনিবারই একটি চার্জশিট জমা করা হয় আদালতে।
২০০৮-২০০৯ সালে লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ কুমার দিল্লির বিজয়াসন এলাকায় ১ কোটি ২ লক্ষ টাকা দিয়ে একটি ফার্ম হাউজ কেনেন। অথচ ফার্ম হাউজটি তাঁরা নিজেদের নয়, অন্য একটি বেসরকারি সংস্থার কেনা বলে দাবি জানান বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করেন ইডি কর্তারা। জেরার মুখে মিসা ও তাঁর স্বামী তাঁদের দাবির সত্যতা প্রমাণ করতে না পারায় সন্দেহ হয় ইডি কর্তাদের। মিসা ও তাঁর স্বামীর হেফাজত চেয়ে তাই শনিবার আদালতের শরণাপন্ন হয় ইডি।
একই দিনে বাবা ও মেয়ের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মুখ থুবড়ে পড়ার ঘটনায় যাদব পরিবার আচমকাই স্নায়ুর চাপ ও হতাশার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা এরফলে বিহারে কার্যত কোণঠাসা হয়ে গেল রাষ্ট্রীয় জনতা দল।