হিমাচল প্রদেশে ৬৮টি আসনের মধ্যে ৪৪টি আসন দখলে রেখে বিজেপি জয়লাভ করেছে। বিপুল সংখ্যা গরিষ্ঠতার মাঝেও পদ্মের কাঁটার মত গেরুয়া ঝড়েও হারতে হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলকে। ফলে দল জিতলেও মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় প্রেমকুমারের। শুরু হয় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তার খোঁজ। এই সিএম হান্টে সিরাজ বিধানসভা কেন্দ্রের ৫ বারের বিধায়ক জয়রাম ঠাকুরের উপর শেষপর্যন্ত আস্থা রাখে দল। বুধবার সিমলার রিজ ময়দানে বেলা ১১টায় সেই আস্থা পালনের অঙ্গীকার করলেন জয়রাম ঠাকুর।
শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও অন্যান্য তাবড় বিজেপি নেতৃত্ব। গুজরাটে বিজয় রূপানির মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। বুধবার জয়রাম ঠাকুরের শপথগ্রহণের সাক্ষী হতেও আগেভাগেই পৌঁছে যান তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে জয়রামের পাশে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সহ একঝাঁক রাজনৈতিক ভিভিআইপি।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এদিন নিরাপত্তার বজ্র আঁটুনি ছিল দেখার মত। ১১ জন মন্ত্রীকে নিয়ে বুধবার থেকে হিমাচলবাসীর ভালমন্দের দায়ভার নিয়ে পথ চলা শুরু হল জয়রাম ঠাকুরের। তাঁর সেই পথ চলার সাক্ষী হতে ঐতিহাসিক রিজ ময়দানে নামে কর্মীসমর্থকদের ঢল।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)