মুম্বইয়ের কমলা মিলস বিল্ডিংয়ের ট্রেড হাউসের একটি রেস্তোরাঁতে আগুন লেগে মৃত্যু হল ১৪ জনের। আহত ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই একটি কম্পাউন্ডেই ৫০টি রেস্তোরাঁ আছে। যেগুলির প্রত্যেকটির অগ্নিনির্বাপণ বন্দোবস্ত কঠোরভাবে খতিয়ে দেখছে মুম্বই পুরসভা।
আগুন লাগলেও মৃতদের কেউই ঝলসে মারা যাননি। বরং তাঁদের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। প্রবল ধোঁয়ায় ঢেকে যাওয়া ওই রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে পারেননি অনেকেই। ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের। সূত্রের খবর, রেস্তোরাঁটি বিশিষ্ট গায়ক শঙ্কর মহাদেবনের ছেলের।
লোয়ার পারেল এলাকার কমলা মিলস এলাকায় এই রেস্তোরাঁ ঠাসা চত্বরে রয়েছে নাইট ক্লাব, গেমিং জোন, সাধারণ রেস্তোরাঁ, পাব সবই। ফলে রাতভর এখানে মানুষের ভিড় লেগে থাকে। সেখানেই ওই রেস্তোরাঁতে একটি বার্থডে পার্টি চলছিল। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। তখনও সেখানে ৫০-এর ওপর মানুষ ছিলেন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।