চুল পড়ার সমস্যায় জেরবার কম বেশি সকলেই। সেই সমস্যা অনেকের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে। যা চিরস্থায়ী টাক সমস্যা পর্যন্ত এনে দেয়। ক্রমাগত চুল পড়ার সমস্যায় জেরবার ছিলেন মাদুরাইয়ের মিথুন রাজ। বেঙ্গালুরুর একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। সূত্রের খবর, কয়েক সপ্তাহ ধরে চুল পড়ার সমস্যায় নাজেহাল ছিলেন মিথুন। অনেক চিকিৎসা করিয়েও লাভের লাভ কিছু হয়নি। তা নিয়ে ঐ যুবকের মনমেজাজ খারাপ ছিল বলে জানিয়েছেন যুবকের ঘনিষ্ঠরা। বড়দিনের ছুটিতে ঐ যুবক মাদুরাইয়ে তাঁর বাড়িতে যান। মৃতের মায়ের দাবি, চুল পড়ার সমস্যা না মিটলে বিয়ে করতেও রাজি হচ্ছিলেন না ঐ যুবক।
গত রবিবার মন্দিরে পুজো দিতে যান মিথুন রাজের মা বাসন্তী দেবী। বাড়ি এসে ছেলেকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। দ্রুত মিথুনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চুল ওঠার সমস্যাজনিত হতাশা থেকেই সম্ভবত আত্মহত্যার পথ বেছে নেন মিথুন, এমনটাই অনুমান পুলিশের। আত্মহত্যার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।