দিল্লি পাবলিক স্কুলের ৩০ জন ছাত্র বোঝাই স্কুল বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ ছাত্রের। মৃত্যু হয়েছে বাসের চালকেরও। আহত বেশ কয়েকজন ছাত্র। তাদের চিকিৎসা চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোরের বিচোলি এলাকায়। ঘটনার জেরে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল বাসের চালক নিয়ন্ত্রণ হারানোয় আচমকাই বাসটি ডিভাইডারের ওপর দিয়ে উল্টোদিক থেকে আসা যানের সামনে পড়ে যায়। তখন সেই রাস্তা ধরে একটি লরি দ্রুত গতিতে আসছিল। লরিটি সঠিক পথ ধরে এগোলেও বাসটি ডিভাইডার পার করে তার সামনে এসে পড়ে। মুখোমুখি সংঘর্ষ হয় লরি ও স্কুল বাসের। বাসের সামনের অংশ দুমড়ে ঢুকে যায়। সামনের দিকে বসা ৬ ছাত্রের মৃত্যু হয়। মারা যান স্কুল বাসের চালকও। আহত ছাত্রদের দ্রুত বম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার খবরে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই স্কুলে ছুটে আসেন। হাজির হন হাসপাতালে।