গত শুক্রবার বিকেল ৪টে। হাড়হিম করা ঠান্ডায় জবুথবু গোটা কাশ্মীর উপত্যকা। সেসময়ে একটি টাটা সুমোয় কুপওয়ারা থেকে কারনা ফিরছিল গাড়ির চালক সহ ১৩ জনের একটি দল। তাদের মধ্যে শিশুও ছিল। আচমকাই কুপওয়ারা জেলার তাঙ্গধার এলাকার সাধনা টপ-এর কাছে হিমবাহ নেমে আসে পাহাড়ের গা বেয়ে। ভয়ংকর সেই হিমবাহের হাত থেকে পালানোর পথ পায়নি টাটা সুমোটি। হিমবাহটি আছড়ে পড়ে টাটা সুমোর ওপর। গাড়ি সুদ্ধ সকলে চাপা পড়ে যান তুষার স্তুপের তলায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
ঘটনার পর উদ্ধারকাজ শুরু হলেও তা সহজ ছিলনা। কারণ ওই এলাকায় তাপমাত্রার পারদ মাইনাসে পৌঁছেছে। হাড়হিম করা ঠান্ডার সঙ্গে লড়াই করে সেখানে কাজ করতে সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের। প্রসঙ্গত ওই এলাকাতেই হিমবাহের কবলে পড়ে মৃত্যু হয় বর্ডার রোড অর্গানাইজেশন-এর ইঞ্জিনিয়ার মঙ্গলা প্রসাদ সিং-এর।