মুম্বইয়ের সিনেভিস্তা স্টুডিওয় লাগা ভয়ংকর আগুনে মৃত্যু হল ১ সাউন্ড রেকর্ডিস্টের। গত শনিবার স্টুডিওতে বেপানাহ্ ও হাসিল নামে ২টি সিরিয়াল চলাকালীন আচমকাই আগুন লাগে। হুহু করে আগুন ছড়িয়ে পড়ে। সব কলাকুশলী ও টেকনিশিয়ান বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ওই সাউন্ড রেকর্ডিস্ট বার হতে পারেননি। এদিন সকালে পোড়া স্টুডিওয় ঢুকে তল্লাশি শুরু হলে তাঁর দেহ উদ্ধার হয়।
গত শনিবার রাত ৮টা। রাতের মুম্বই উইকএন্ডে সবে যেন জেগে উঠছে। ঠিক সেই সময়েই আচমকা আগুন লাগে কাঞ্জুরবার্গ এলাকার সিনেভিস্তা স্টুডিওতে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৮টি ইঞ্জিন। হাজির হয় ৬টি জলের ট্যাঙ্কারও। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকে। এলাকা জুড়েও আতঙ্ক ছড়ায়।
৫ একর জমির ওপর ৩০টি শ্যুটিং লোকেশন রয়েছে সিনেভিস্তাতে। প্রচুর টিভি সিরিয়ালের শ্যুটিং হয় এখানে। শনিবার আগুন ছড়ায় একটি জেনারেটর থেকে। কমলা মিলসের বিধ্বংসী আগুনের স্মৃতি এখনও তাজা মুম্বইবাসীর মনে। তার মধ্যেই ফের ভয়ংকর আগুনে পুড়ে ছাই হল সিনেভিস্তা স্টুডিও। মৃত্যু হল ১ জনের।