রাত তখন আড়াইটে। বেঙ্গালুরুর কালাসিপল্লম এলাকার কুম্বারা সংঘের বাড়ির একতলায় কৈলাস রেস্তোরাঁ ও বারে তখন ঘুমে কাদা ৫ কর্মী। শাটার নামানো রেস্তোরাঁতেই তাঁরা প্রতিদিন রাতে ঘুমোন। আচমকাই মধ্যরাতে আগুন লেগে যায় রেস্তোরাঁয়। ছড়িয়ে পড়তে থাকে ধোঁয়া। কিন্তু শাটার বন্ধ থাকায় দ্রুত সেই শাটার খুলে বাইরে আসতে পারেননি ৫ কর্মী। যাঁদের মধ্যে ৩ জনের বয়স ২০-র আশপাশে।
দমকল দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় তাঁদের। সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ৫ রেস্তোরাঁ কর্মী দোকানের মধ্যেই দমবন্ধ হয়ে মারা গেয়েছেন। কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।