২০ বছরের জন্মদিন আর পালন করা হয়ে উঠল না ১৯-এর গিরিজা আম্বালার। বেপরোয়া বাইকের দুরন্ত গতি কেড়ে নিল মেধাবী ছাত্রী গিরিজার জীবন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওরলি এলাকায়। শনিবার রাতে সমুদ্রসংলগ্ন ওরলির রাস্তা পার করতে যান গিরিজা ও তাঁর বন্ধু কুণাল সুরেন্দ্র বৈদ্য। অভিযোগ সেইসময় আচমকা তাঁদের এসে ধাক্কা মারে একটি বেপরোয়া বাইক। বাইকের ধাক্কায় গুরুতর জখম হন গিরিজার বন্ধু। তবে সবথেকে ভয়ংকর পরিণতি হয় গিরিজার। বাইকের চাকায় আটকে যায় গিরিজার পোশাক। ঐ অবস্থায় গতি না কমিয়ে বাইক ছুটে যায় ১০০ মিটার দূরত্ব পর্যন্ত। রাস্তার ডিভাইডারে থেঁতলে যায় তরুণীর মাথা। দুর্ঘটনার জেরে আহত হয় বাইক চালকও। তবে সুযোগ বুঝে চম্পট দেয় বাকি ২ সঙ্গী। পুরো ঘটনাটা চোখের সামনে দেখে নিজের গাড়ি থামিয়ে দেন রাজেশ সিং নামে এক ব্যক্তি। দ্রুত আহতদের উদ্ধার করে তিনি ভর্তি করেন স্থানীয় হাসপাতালে। সেখানে গিরিজাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের মেধাবী ছাত্রীর করুণ পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। গিরিজার অঙ্গদান করতে ইচ্ছা প্রকাশ করেন তাঁর পরিবারের লোকজন। কিন্তু অধিক রক্তক্ষরণের জন্য গিরিজার অঙ্গদান সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পলাতক ২ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বেপরোয়া বাইক চালানোর অভিযোগে মামলা দায়ের করেছে হয়েছে বাইক আরোহীদের বিরুদ্ধে।