
বৃহস্পতিবারও কাশ্মীরে হিংসা অব্যাহত। কয়েকটি জায়গায় এদিন ফের সুরক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর মিলেছে। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। আহত প্রায় দেড় হাজার। হিজবুল নেতা বুরহানের মৃত্যু পরই জ্বলে ওঠে কাশ্মীর। বহু জায়গায় রাস্তায় নেমে সুরক্ষা বাহিনীর ওপর পাথর বর্ষণ হয়। অনেক জায়গায় পেট্রোল বোমাও ব্যবহার হয়। পাল্টা আক্রমণ হানে সুরক্ষা বাহিনীও। দুপক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপত্যকা। বুরহানের মৃত্যুর প্রতিবাদে এদিন উপত্যকায় বন্ধ পালন করে হুরিয়ত কনফারেন্স। এমনিতেই কার্ফুর জেরে ঘরবন্দি কাশ্মীরের আমজনতা। তারওপর বন্ধে এদিন কার্যত স্তব্ধ হয়ে যায় কাশ্মীর। এদিকে বেশ কয়েকদিন ধরে অশান্ত পরিস্থিতিতে খাদ্যপণ্যের যোগানে টান পড়েছে। ফলে বাজারে হুহু করে বাড়ছে দাম। কাশ্মীরে সাধারণ মানুষের জন্য সবজি কেনাই দুরূহ হয়ে উঠেছে। দাম শুনে অনেকেই খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।