
কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এদিন সেই জল্পনায় সিলমোহর দিল কংগ্রেস। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এদিন অনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হল শীলা দীক্ষিতের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম এদিন উত্তরপ্রদেশে দলের মুখ হিসাবে তুলে ধরার পর বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছেন শীলা দীক্ষিত। এদিকে সূত্রের খবর, উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারে মুখ হিসাবে সনিয়া কন্যা প্রিয়াঙ্কা বঢরাকে সামনে আনার যে প্রয়াস শুরু হয়েছিল তা আপাতত স্থগিত থাকছে। তবে দলের প্রচারে তিনি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় যাবেন।