চোর-পুলিশের গুলির লড়াইয়ে প্রাণ হারাল এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোহনপুরা এলাকায়। গত বুধবার বিকেলে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে আপন মনে খেলছিল ৮ বছরের মাধব। তাদের গ্রামে যে কয়েকজন দুষ্কৃতী লুকিয়ে আছে তা সে জানত না। তার জানার কথাও নয়। কিন্তু এরফলেই অকালে ঝরে গেল তার জীবন।
বুধবার মথুরার মোহনপুরা গ্রামে একদল চোরের আত্মগোপন করে থাকার খবর পায় পুলিশ। পুলিশের দাবি, গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপন করা দুষ্কৃতীদের আত্মসমর্পণের প্রস্তাব দেয় তারা। কিন্তু আত্মসমর্পণের বদলে পুলিশকে লক্ষ্য করে আচমকা গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। মাধব নামে ওই বালক সেই সংঘর্ষের মাঝে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় মাধবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিশোরের মৃত্যুতে পুলিশের গাফিলতিকেই কাঠগড়ায় চাপিয়েছেন স্থানীয় মানুষ থেকে মৃত কিশোরের পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, যাদের দিকে পুলিশ গুলি ছুঁড়ল, তারা পালিয়ে বাঁচল। আর পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু হল নিরপরাধ এক বালকের। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কিশোরের মাথা পুলিশ না দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মৃত কিশোরের শোকার্ত পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।