২৪ ঘণ্টার ব্যবধানে ফের রক্তাক্ত উপত্যকা। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের উপর লাগাতার হামলা চালাচ্ছে পাক সেনা। শুক্রবার সকাল থেকেও ভারতীয় সীমান্ত লক্ষ্য করে লাগাতার গুলিবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। গত বুধবার রাতে পাক সেনার হামলায় নিহত হন ১ ভারতীয় জওয়ান। আহত হন বেশ কয়েকজন। শুক্রবার ভোর থেকে ফের জম্মুর সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও রামগড় সেক্টরে সীমান্ত বরাবর গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও মর্টার এবারে তাদের আক্রমণের হাতিয়ার।
জম্মু পুলিশ জানিয়েছে, ৪টি সেক্টরে ৪০টির মতো ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিবেশি দেশের সেনা। পাল্টা প্রতিঘাতের পথে হাঁটে বিএসএফ। ব্যাপক গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে আরএস পুরা, রামগড় ও আর্নিয়া এলাকা। যার জেরে সকাল থেকেই সন্ত্রস্ত হয়ে ওঠেন ওই ৩ এলাকার গ্রামবাসী। এলাকা ছেড়ে এর মধ্যেই পালাতে শুরু করেছে লোকজন। গুলি বিনিময়ের লড়াইয়ে ভারতীয় জওয়ানদের হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলির লড়াইয়ে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা নিরীহ গ্রামবাসী বলেই খবর। পাক সেনার গুলিতে আহত হয়েছেন সীমান্তবর্তী গ্রামগুলির আরও ৭ গ্রামবাসী।