মায়ের মানসিক অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করত ছেলে। মজার ছলে সেই ব্যঙ্গ মেনে নিতে পারেনি মা। ছেলের বেয়াদপির উচিৎ শিক্ষা দিতে তাই চরম শাস্তির পথ বেছে নিল সে। ছেলেকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল কেরালার এক মহিলার বিরুদ্ধে। কেরালার কোল্লাম অঞ্চলের এই ঘটনায় হতবাক গোটা দেশ।
মা জয়া মোলের মানসিক সুস্থতা নিয়ে কিশোর ছেলে জিতু মাঝে মাঝেই তাকে উত্যক্ত করত। ছেলের আচরণে ক্ষিপ্ত হয়ে মা মাঝে মাঝেই তার উপর চড়াও হত। আর প্রতিবার উত্তেজিত স্ত্রীকে শান্ত করতেন স্বামী জব জোহান। কিন্তু গত ১৫ জানুয়ারি রাতে ঘরে ছিলেন না জয়া মোলের স্বামী। সেই সময় ১৪ বছরের কিশোর মাকে আবার উত্যক্ত করা শুরু করে। তাতেই ভয়ংকর ক্ষেপে গিয়ে ওড়না দিয়ে ছেলের গলা চেপে ধরে জয়া মোল। শ্বাসরুদ্ধ হয়ে সাথে সাথে মৃত্যু হয় কিশোরের। এরপর ছেলের দেহ কেটে শুকনো পাতা ও নারকেলের ছোবড়া দিয়ে জ্বালিয়ে দেয় অভিযুক্ত মা।
খুনের প্রমাণ লোপাট করতে বাড়ির কাছেই ছেলের পোড়া দেহাংশ মাটিতে পুঁতে দেয় জয়া মোল। বাড়িতে ফিরে স্বামী ছেলের কথা জিজ্ঞাসা করলে জয়া জানায়, ছেলে অনেকক্ষণ আগে স্কেল কিনতে বাইরে গেছে। ছেলের সন্ধান না পেয়ে পরের দিন থানায় জিতুর নিখোঁজের অভিযোগ জানান স্বামী-স্ত্রী। জয়া মোলের পরস্পর বিরোধী বয়ান ও হাতের জ্বলা দাগ সন্দেহ জাগায় পুলিশের মনে। অভিযুক্ত মহিলাকে জেরায় একটু চেপে ধরতেই ছেলেকে খুনের কথা স্বীকার করে সে। গত বুধবার অভিযুক্ত মহিলার বাড়ির অনতিদূরে উদ্ধার হয় মৃত কিশোরের দেহ। এরপরেই গ্রেফতার করা হয় জয়া মোলকে। সন্তানকে মায়ের এহেন নৃশংস খুনের কথা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জয়া মোলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে থাকেন উত্তেজিত জনতা। সামান্য কারণে মায়ের হাতে ছেলের এই পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।