হরিয়ানার বানিয়ানি গ্রামের একটি ঝোপজঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হল এক হরিয়ানভি পল্লিগীতি গায়িকা মমতা শর্মার মৃতদেহ। বছর ৪০-এর ওই সঙ্গীত শিল্পীর গলা কাটা ছিল। শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের কোপের চিহ্ন স্পষ্ট। তবে তিনি গায়ে যে গয়না পরেছিলেন তা যেমনকার তেমনই রয়েছে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন মমতা শর্মা। তাঁর পরিবার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করে। গত ১৫ জানুয়ারি তিনি তাঁর সহযোগী মোহিতের সঙ্গে একটি গাড়িতে গোহানায় একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বার হন। মোহিত পুলিশের কাছে দাবি করেছেন, লহলি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময়ে অন্য একটি গাড়ি এসে তাঁদের গাড়ির কাছে দাঁড়ায়। মমতা সেই গাড়িতে উঠে যান। মোহিতকে বলে যান তিনি ঠিক সময়ে গোহানায় পৌঁছে যাবেন। এখন তিনি তাঁর বন্ধুর সঙ্গে একটু অন্যত্র যাচ্ছেন। মোহিতকে গাড়ি নিয়ে গোহানায় পৌঁছে যেতে নির্দেশ দেন মমতা।
তারপর থেকেই মধ্যবয়সী ওই সঙ্গীত শিল্পীর আর কোনও খোঁজ ছিলনা। অবশেষে গত বৃহস্পতিবার উদ্ধার হয় তাঁর গলাকাটা দেহ। ওই সঙ্গীতশিল্পীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরিস্কার নয় পুলিশের কাছে। সবই ময়নাতদন্তের পর পরিস্কার হবে। পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের সূত্র খোঁজার চেষ্টা করছে।