উপত্যকায় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আত্মঘাতী হামলা চালাতে পারে সন্দেহে এক তরুণীকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। ওই তরুণী সুইসাইড বম্বার কিনা তা এখনও পরিস্কার নয়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একে জম্মু কাশ্মীর, তার ওপর সেখানে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। ফলে সন্ত্রাসবাদী হানার সম্ভাবনা নতুন নয়। ফলে সুরক্ষা বন্দোবস্ত আগে থেকেই ছিল নিশ্ছিদ্র।
জম্মু কাশ্মীর পুলিশের এডিজি মুনির খান সাংবাদিকদের জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে আত্মঘাতী বিস্ফোরণের ছক রয়েছে। প্যারেড চলাকালীন সেখানে বিস্ফোরণ ঘটানো হতে পারে। এক মহিলা মানব বোমার সম্ভাবনার কথাও জানতে পারেন তাঁরা। সেইমত খোঁজ শুরু হয়। সেই সূত্র ধরেই ওই সন্দেহভাজন তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানার চেষ্টা হচ্ছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পুলওয়ামা জেলার পাম্পোর রেলস্টেশনের কাছে একটি প্রেশার কুকারে আইইডি বিস্ফোরণের ছক বানচাল করে দেয় সিআরপিএফ। তবে এদিন কোনও সমস্যা হয়নি। শান্তিতেই উপত্যকায় পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস।