টলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে ভালই দিন কাটছিল। তাঁর ভাল ছেলের ইমেজে মজে ছিলেন বাংলার দর্শক। সেই ইমেজটাই পাল্টে যায় ২০১৬-তে। আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত রোজভ্যালি সংস্থার সঙ্গে তৃণমূল সাংসদ তাপস পাল জড়িত। এই অভিযোগে ওই বছর ৩০ ডিসেম্বর সিবিআই গ্রেফতার করে তৃণমূল সাংসদকে। নিয়ে যায় ভুবনেশ্বরে।
সেখানে তৃণমূলের আর এক সংসদের সঙ্গে একই সংশোধনাগারে জায়গা হয় তাঁর। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্ত হলেও রোজভ্যালি কাণ্ডে তাপস পালের জামিন তখন নামঞ্জুর হয়ে যায়। ফলে তাঁকে জেলেই থাকতে হয়। এরমধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওড়িশার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ তাপস পালকে ভর্তি করা হয়। অসুস্থতার কারণেই ওড়িশা হাইকোর্টে জামিনের আবেদন জানান তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার তাঁর সেই আবেদন মঞ্জুর করে আদালত।
এর আগেও বেশ কয়েকবার জামিনের আবেদন জানিয়েছিলেন তাপস পাল। তবে প্রতিবারই তা নাকচ করে দিয়েছিল ওড়িশা আদালত। তবে এবার নিরাশ হতে হয়নি অসুস্থ সাংসদকে। ১ লক্ষ টাকা বন্ড, সঙ্গে ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে ১ কোটি টাকা জমা দিয়ে হাজতবাসের ফাঁস থেকে আপাতত মুক্তি পেলেন তাপস পাল। তবে জামিনে ছাড়া পেলেও সিবিআইয়ের কাছে জমা রাখতে হয়েছে পাসপোর্ট।