কেন ডিমের দাম ১ টাকা কম দেওয়া হয়েছে? সেই নিয়ে বচসার জেরে খুন হলেন এক মাঝবয়সী ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মনোহর গামনে। বাড়ি থানের রামবাগ এলাকায়। গত শুক্রবার রাতে বাড়ির সামনে মুদির দোকানে ডিম কিনতে গিয়েছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, দোকানদারকে ডিমের দাম মেটাতে গিয়ে ১ টাকা কম দেন তিনি। এই নিয়ে দোকানদারের সাথে বচসা বেধে যায় মনোহরের। তখনকার মত ঝগড়া থামিয়ে বাড়ি ফিরে আসেন মনোহর গামনে। কিছুক্ষণ পর ছেলেকে নিয়ে তিনি আবার যান মুদির দোকানে।
সামান্য ১ টাকার জন্য কেন এভাবে দোকানদার তাঁকে অপমান করল? ছেলেকে নিয়ে দোকানদারের কাছে জবাবদিহি চান ওই ব্যক্তি। ফের শুরু হয় কথা কাটাকাটি। দোকানিও তার ছেলেকে ডেকে আনে। ৪ জনের বচসা একসময় গিয়ে পৌঁছয় হাতাহাতিতে। মৃতের ছেলের দাবি, ঝগড়া চলাকালীন দোকানির ছেলে আচমকা চড়াও হয় তাঁর বাবার ওপর। ক্রমাগত সে লাথি ঘুষি মারতে থাকে বাবাকে। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁকেও। মার খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মাঝবয়সী ওই ব্যক্তি। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দোকানদার ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।