National

হাত বাড়ালেই চাঁদ!

সামনেই অতিকায় চাঁদ। গায়ে স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল বিশাল খোঁদল, পাহাড়। এমনকি চাঁদের মাটিটা পর্যন্ত স্পষ্ট। তাও কোনও টেলিস্কোপে চোখ রেখে নয়, একেবারে খালি চোখে। ভাবছেন সুপার ব্লাড ব্লু মুন দর্শনের পর ফের কোনও মহাজাগতিক বিস্ময় দেখার সুযোগ হতে চলেছে সকলের? ঠিক তা নয়। আসলে মুম্বইয়ে আরব সাগরের তীরে গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে এমনই এক চাঁদের দেখা মিলল রবিবার। কথায় বলে চাঁদকে ছোঁয়া নাকি অসম্ভব। কিন্তু এদিন হাতে চাঁদ পেলেন মুম্বইবাসী। তবে রবিবার পর্যন্তই। তারপর তা পাড়ি দিচ্ছে দিল্লির দিকে। সেখান থেকে আসবে কলকাতা।

ভারত-ব্রিটেন সাংস্কৃতিক বর্ষ উদযাপনের সমাপ্তি উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল এই বিরল শিল্পকে ভারতে এনেছে। ব্রিটিশ শিল্পী লিউক জেরম এই অতিকায় চাঁদটি তৈরি করেছেন। যা বসানো হয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়ার গায়ে। ২৩ ফুট ব্যাসের এই বিস্ময়কে দেখে কার্যতই হতবাক সকলে। গোলাকৃতি ওই চাঁদের মধ্যে পোরা আছে হিলিয়াম গ্যাস। চাঁদের গা জুড়ে যা দেখা যাচ্ছে তা নাসা থেকে প্রাপ্ত বিভিন্ন চিত্র দেখে তৈরি করা হয়েছে। চাঁদের প্রতি ৫ কিলোমিটার এলাকা জুড়ে যা রয়েছে তা ৫ সেন্টিমিটারের মধ্যে তুলে ধরা হয়েছে এই চাঁদের ‘রেপ্লিকা’য়। রবিবাসরীয় সন্ধ্যায় যাঁরাই এই চাঁদ দেখেছেন তাঁদের কাছেই এটা আসলের হুবহু নকল বলে মনে হয়েছে। চাঁদের গায়ের যেসব ছবি তাঁরা এতদিন দেখেছেন, সেগুলিই প্রত্যক্ষ করেছেন এই চাঁদের গায়ে বলে মেনে নিয়েছেন দর্শকরা। ৬ মাস ধরে দিনরাত এক করে এই চাঁদ তিনি তৈরি করেছেন বলে জানান জেরম। ইতিমধ্যেই চাঁদটিকে নিয়ে ইতালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং সহ বেশ কয়েকটি দেশ ঘুরে ফেলেছেন তিনি। এবার এসেছেন ভারতে। যাত্রা শুরু করেছেন বেঙ্গালুরু থেকে। সেখান থেকে মুম্বই। এবার গন্তব্য দিল্লি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button