
কাশ্মীরে অশান্তি অব্যাহত। শুক্রবার ফের সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এরফলে শেষ ২ সপ্তাহ ধরে চলা অশান্তির জেরে মৃতের সংখ্যা ৪৫ ছুঁয়েছে। আহত বহু। এখনও উপত্যকার বহু জায়গা থমথমে। বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সুরক্ষা বাহিনী। হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে যে সংঘর্ষের সূত্রপাত সেই সংঘর্ষের জেরে শ্রীনগর সহ অনেক শহরে সাধারণ মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বারামুলা, কুপওয়ারা ও পুলওয়ামায় এখনও কার্ফু জারি রয়েছে। এদিকে অশান্ত কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুধু অবস্থা পর্যালোচনাই নয়, রাজ্য স্বাভাবিক অবস্থা ফেরাতে জম্মু কাশ্মীরেরে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে বৈঠকও করবেন তিনি।