একটি গাছ, একটি প্রাণ। গাছের অপরিসীম মূল্যের কথা মাথায় রেখেই বাড়িতে নানারকমের গাছ লাগিয়েছিল ১ যুবক। চেন্নাইয়ের নীলম বাশা দরগা স্ট্রিটে তার বাড়ি। ছাদে টবে পোঁতা থরে থরে সাজানো গাছগুলির মধ্যে একটি গাছের সাথে ছবি তোলে কমল নামের ওই যুবক। সেই ছবি তুলে দিয়েছিল যুবকের বন্ধু শশীকুমার। যদিও গাছের সাথে ছবি তুলতে মোটেই রাজি ছিল না কমল। কারণ, যে গাছের পাশে বসে সে ছবি তুলেছিল, সেটি ছিল একটি গাঁজা গাছ।
গাঁজা চাষ করা নিষিদ্ধ। পুলিশের কানে গাঁজা চাষের খবর গেলে বিপদে পড়তে পারে সে। এই নিয়ে ভয় ছিল যুবকের মনে। কাউকে সেই ছবি দেখানো হবে না বলে অবশ্য বন্ধুকে আশ্বস্ত করে শশীকুমার। তাই নিমরাজি হয়েও গাঁজা গাছের পাশে বসে স্টাইলিশ ছবি তোলে কমল। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই ছবি ফেসবুক-এ পোস্ট করে দেয় শশীকুমার। নেটিজেনদের তৎপরতায় সেই ছবি নজরে আসে পুলিশের। গাঁজা গাছ লাগানোর অপরাধে গ্রেফতার করা হয় গাছের পালনকর্তাকে। তবে গ্রেফতারির হাত থেকে বাদ যায়নি যে ছবিটি তুলেছে সেও। গাঁজা গাছের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও অপরাধ। সেই অপরাধে গ্রেফতার করা হয়েছে শশীকুমারকেও।