
একদিনে ২১ জন রোগীর মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে পড়ল হায়দরাবাদের সরকারি হাসপাতালের পরিষেবা। যদিও এই মৃত্যুর জন্য হাসপাতালের লোডশেডিংয়ের তত্ত্বকে সামনে এনেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সে যুক্তিকে বিশেষ আমল দিচ্ছেন না কেউই। শনিবার বিকেলে হাসপাতালের বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। ট্রিপ করতে থাকে বিদ্যুৎ সরবরাহ। ফলে হাসপাতালের স্পেশালিটি ওয়ার্ডে ভর্তি রোগীরা সবচেয়ে বড় সমস্যায় পড়েন। মূলত মৃত ২১ জনের সকলেই এই স্পেশালিটি ওয়ার্ডগুলির কোনও না কোনওটায় ভর্তি ছিলেন। হাসপাতালের জেনারেটর খারাপ থাকায় অবস্থা আরও শোচনীয় আকার নেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত হবে। যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।