ফের শিক্ষিকার বিরুদ্ধে উঠল অমানবিক আচরণের অভিযোগ। শিক্ষিকার একের পর এক চড় কেড়ে নিয়েছে ১ ছাত্রীর জীবন! এই অভিযোগে গত বুধবার মৃত ছাত্রীর দেহ স্কুলের সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। মৃত ছাত্রী উত্তরপ্রদেশের বালিয়া এলাকার একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া।
গত সোমবার স্কুলে প্রতিদিনের মতই গিয়েছিল ওই ছাত্রী। অভিযোগ, প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় ওই ছাত্রীকে অনেকগুলি চড় মারেন ১ শিক্ষিকা। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় ছাত্রীটি। তাকে ভর্তি করা হয় বারাণসীর একটি হাসপাতালে। সেখানে তার মস্তিষ্কের পরীক্ষা করেন চিকিৎসকেরা। তাঁরা জানান, ছাত্রীর মাথায় গুরুতর চোটের কারণে রক্তক্ষরণ হচ্ছে। সোমবার থেকেই ওই ছাত্রীর অবস্থার আরও অবনতি হয়। গত বুধবার মৃত্যু হয় তার। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃত ছাত্রীর পরিবার। তাঁদের অভিযোগ, শিক্ষিকার চড়েই মারা গেছে তাঁদের মেয়ে। অভিযুক্ত শিক্ষিকার ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রীর পরিবার। যদিও তাদের সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা দাবি, অভিযুক্ত শিক্ষিকা পড়া না পারায় ওই ছাত্রীকে বকা দিলেও তার গায়ে হাত তোলেননি। পঞ্চম শ্রেণির ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিল। তাই এমনিতেই সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় বলে দাবি স্কুলের। মৃত ছাত্রীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষের দাবি খতিয়ে দেখছে পুলিশ।