প্রায় ২০ বছর তাঁরই হাতে ছিল কংগ্রেসের ব্যাটন। যা তিনি কিছুদিন আগে ছেলে রাহুল গান্ধীর হাতে তুলে দিয়েছেন। কংগ্রেস সভাপতি এখন রাহুল গান্ধী। তাই এখন তিনিই তাঁর বস। এ নিয়ে কোনও দ্বিধার অবকাশ নেই। কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে একথা পরিস্কার করে দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
এদিন বৈঠকে সনিয়ার নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার। তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এভাবে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ সনিয়ার। শুধু বিরোধী রাজনৈতিক দল বলেই নয়, নাগরিক সমাজ থেকে সংবাদমাধ্যম, সবার ওপরই নেমে আসছে তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখানোর কৌশল। সনিয়ার আরও অভিযোগ সস্তা রাজনৈতিক লাভের আশায় সংখ্যালঘু ও দলিতদের ওপর আক্রমণ নেমে আসছে এই সরকারের আমলে। এদিন দলের গুজরাটে ভাল ফল ও রাজস্থানে উপনির্বাচনে দুরন্ত জয়ের প্রসঙ্গ টেনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর দাবি, হাওয়া ঘোরার ইঙ্গিত স্পষ্ট। কর্ণাটকেও দল ভাল করবে বলেই নিশ্চিত তিনি।