চিন-ভারত সীমান্ত লাগোয়া হিমালয়ের কোলে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার বোমজা গ্রাম। ৫ বছর আগে এই গ্রামের বাসিন্দা ৩১টি পরিবারের হাতে থাকা ২০০ একরের কিছু বেশি জমি তাঁদের কাছ থেকে চায় ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্রকল্প রূপায়ণের জন্য এই জমি চাওয়া হয়। তখন বিনা বাক্য ব্যয়ে সেনাকে সেই জমি দিতে সম্মত হয়ে যান বোমজা গ্রামের বাসিন্দারা। তখনই অধিগ্রহণ না করলেও এখন সেই জমি অধিগ্রহণ করে গ্রামবাসীদের হাতে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ তুলে দিল। অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বৃহস্পতিবার ৪০ কোটি ৮০ লক্ষ টাকার চেক তুলে দিলেন গ্রামবাসীদের হাতে।
প্রদেয় জমির পরিমাপ করে সেই টাকা ৩১টি পরিবারের মধ্যে ভেঙে দেওয়া হয়। হিসাব মত ২৯টি পরিবার পেয়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা করে। ১টি পরিবার পেয়েছে ২ কোটি ৪৫ লক্ষ টাকা। অপর পরিবার পেয়েছে ৬ কোটি ৭৩ লক্ষ টাকা। যার যতটা জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই পরিবার পিছু সেই পরিমাণ ক্ষতিপূরণের অর্থ ধার্য হয়েছে। এই অর্থ হাতে পাওয়ার পর এখন বোমজা গ্রামের সবাই রাতারাতি কোটিপতি। ৩১টি পরিবারের গ্রামের সব পরিবারের হাতেই এখন কোটির অধিক অর্থ। এরপরই বোমজা কোটিপতি গ্রামের তালিকায় নাম তুলেছে। বিশ্বের অন্যতম সেরা ধনী গ্রামের একটি হয়েছে বোমজা। আর ভারতের সবচেয়ে বড়লোক গ্রামের শিরোপা উঠেছে হিমালয়ের কোলের আপাত অজানা এই গ্রামের মাথায়।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)