গোয়ায় ঘুরতে আসা দেশীয় পর্যটক মানেই বিশ্বের জঞ্জাল। আর উত্তর ভারতীয় পর্যটকরা তো গোয়াকে হরিয়ানা বানাতে চাইছেন। গোয়ায় যাঁরা থাকেন তাঁদের জীবন ধারণের মান, সামাজিক অবস্থান অনেক উঁচু। তাই গোয়ায় ঘুরতে আসা এতটাই ব্যয়বহুল করে দেওয়া উচিত যে দেশি পর্যটকরা যেন গোয়ায় ঘুরতেই না আসতে পারেন। শুক্রবার গোয়ায় ঘুরতে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের সম্বন্ধে এমনই মন্তব্য করলেন গোয়ার নগরোন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী বিজয় সারদেশাই।
গোয়ায় ক্ষমতাসীন বিজেপি সরকার যখন বারবার গোয়ায় আরও বেশি করে পর্যটক টানার কথা ভাবছে, তখন সেই বিজেপি সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধা গোয়া ফরওয়ার্ড পার্টির নেতার মুখে শোনা গেল একেবারে উল্টো কথা। বিজয় সারদেশাইয়ের দাবি, গোয়ায় যাতে কেবল বিদেশিরা আসতে পারেন, এমন ব্যবস্থা করা উচিত। ভারতীয় পর্যটক এলেও যাতে কেবলমাত্র উচ্চবর্গীয়রাই গোয়ায় ঘুরতে আসতে পারেন তার ব্যবস্থা হওয়া দরকার। গোয়ার মানুষজন দেশের অন্যান্য রাজ্যের মানুষের চেয়ে অনেক বেশি সম্ভ্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই এভাবে দেশবাসীকে ছোট করা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে মনে করিয়ে দিয়েছেন, গোয়ার মন্ত্রীর মনে রাখা দরকার গোয়ার পর্যটন শিল্পে পর্যটকরাই গোয়ার লক্ষ্মী। আর তাঁদেরই অপমান করছেন তিনি।