গত শনিবার রাতের দিকে উত্তরপ্রদেশের এলাহাবাদে কালিকা রেস্তোরাঁয় ২ বন্ধুর সঙ্গে খেতে গিয়েছিলেন আইনের ছাত্র বছর ছাব্বিশের দিলীপ সরোজ। খাওয়া সেরে রেস্তোরাঁ লাগোয়া সিঁড়িতে বসে গল্প করছিলেন তাঁরা। অভিযোগ সেই সময়ে ৩ জন বাইকে করে এসে তাঁদের ধাক্কা দেয়। পাল্টা তাঁরা রুখে দাঁড়ালে ব্যাপক মারধর শুরু করে বাইকআরোহীরা। দিলীপের ২ বন্ধু কোনওক্রমে পালাতে সক্ষম হলেও দিলীপের সঙ্গে ধস্তাধস্তি চলতে থাকে। ৩ জনই মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন আক্রান্ত ২ বন্ধু। এই সময়ে দিলীপকে রড, থান ইট ও ভাঙা পাইপ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে ৩ ব্যক্তি। আশপাশে তখন অনেকেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখেনও এক যুবককে এভাবে কয়েকজন ধরে মারছে। তাতেও বিষয়টিতে নিজেকে না জড়িয়ে কিছু না দেখার ভান করেই চলে যান সকলে। এক ব্যক্তি দূর থেকে মোবাইলে পুরো ঘটনা ভিডিওবন্দি করেন।
এদিকে ব্যাপক মারে অচেতন ও রক্তাক্ত দিলীপকে ফেলে পালায় দুষ্কৃতিরা। পরে পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে দিলীপ কোমায় চলে গেছেন বলে জানান চিকিৎসকেরা। রবিবার সকালে তাঁর হাসপাতালেই মৃত্যু হয়। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্তকে চিহ্নিতও করেছে পুলিশ। নাম বিজয় শঙ্কর সিং। বাকি ২ সঙ্গীর সঙ্গে রেলে কর্মরত বিজয় শঙ্করও পলাতক। সকলের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে।