ইদানিং দেখা যাচ্ছে পশ্চিমী সংস্কৃতিতে প্রভাবিত হয়ে অনেক ছাত্রছাত্রী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করছেন। ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে ওইদিন মহাশিবরাত্রি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকবে। ওইদিন কোনও প্র্যাকটিক্যাল পরীক্ষা, কোনও অতিরিক্ত ক্লাস বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাম্পাসের মধ্যে হবে না। কোনও ছাত্রছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে সেদিন দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে ভ্যালেন্টাইনস ডে পালনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমনই এক নির্দেশিকা জারি করলেন লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর বিনোদ সিং। পাশাপাশি ছাত্রছাত্রীদের বাবা মাকেও তাঁর পরামর্শ, ওইদিন কাউকে ক্যাম্পাসে পাঠাবেন না।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। এই নোটিসকে ‘নীতি পুলিশগিরি’ বলে ব্যাখ্যা করছেন তাঁরা। এসব না করে শিক্ষকরা যেন নিয়মিত ক্লাস নেন, শিক্ষার মান যাতে আরও ভাল করা যায়, সেদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর দিতে অনুরোধ করেছেন ছাত্রছাত্রীরা।