অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মোরাম গ্রামের শ্রীভেঙ্কটেশ্বরা হ্যাচারিজ। প্রতি ৬ মাসে ১ বার এই হ্যাচারির সেপটিক ট্যাঙ্ক সাফ করা হয়। শুক্রবার সেই সাফাইয়ের কাজ করতেই সকালে সেপটিক ট্যাঙ্কের মধ্যে নামেন ৪ শ্রমিক। স্থানীয় সূত্রের খবর, ৪ জন ট্যাঙ্কের মধ্যে নামার পরই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন তাঁরা। ট্যাঙ্কের ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে আরও ৪ শ্রমিক কী হয়েছে দেখতে সেপটিক ট্যাঙ্কে নামেন। কিন্তু নামার পর তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক বুঝে গ্রামবাসীদের খবর দেওয়া হয়। তাঁরাই এসে ৮ জনকে ট্যাঙ্ক থেকে বার করে আনেন। ৭ জন তখনও জীবিত থাকলেও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ৩ জনের মৃত্যু হয়। শিবা নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই হ্যাচারির ম্যানেজার চম্পট দেয়। পুলিশ গাফিলতির জেরে মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।