ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় এতদিন ছিল বাম বনাম কংগ্রেস লড়াই। যদিও শেষ ২০ বছরে এখানে তেমন কিছু করে উঠতে পারেনি কংগ্রেস। তবু তারাই প্রধান বিরোধী দল। এবার সেখানে লড়াই মুখ ঘুরিয়েছে। এবার বিজেপিও ঢুকে পড়েছে কড়া টক্করে। সঙ্গে নিয়েছে আইপিএফটি-কে। আসন ভাগাভাগি করে বিজেপি প্রার্থী দিয়েছে ৫০টি আসনে। বাকি আসনে জোটসঙ্গী। তবে এদিন ৬০টি নয়। ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে। চরিলাম বিধানসভা আসনে সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ওই আসনে ভোটগ্রহণ পিছিয়ে গেছে।
বাকি আসনে এদিন সকাল থেকে শান্তিতেই চলছে ভোটগ্রহণ। মুখ্যমন্ত্রী মানিক সরকারের সামনে এবার বিজেপি থাকায় লড়াইটা কঠিন। ৩টি আসন জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপিকে ছেড়েছে সিপিএম। বাকিতে তারা প্রার্থী দিয়েছে। কংগ্রেস দিয়েছে ৫৮টি আসনে প্রার্থী। ৪৭টি বুথকে মহিলা বুথ হিসাবে রেখেছে নির্বাচন কমিশন। এখানে পুরো বুথের দায়িত্বে মহিলারা। সুরক্ষা কর্মীরাও মহিলা। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। অধিকাংশ বুথেই দীর্ঘ লাইন নজর কেড়েছে। দুপুর পর্যন্ত কোনও গণ্ডগোলের খবর নেই। তবে কিছু বুথে ইভিএম বিকল হয়ে যাওয়া ভোটগ্রহণ শুরু হয়েছে দেরিতে। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৩.২৫ শতাংশ।