মধ্যপ্রদেশের রেওয়া জেলার ভুসুড়ি গ্রামে এদিন প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির প্রচার করছিলেন এলাকার সাংসদ জনার্দন মিশ্র। সেসময়ে তাঁর কানে আসে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শৌচালয় নোংরা জমে বন্ধ হয়ে গেছে। ফলে সেই শৌচালয় ব্যবহার করতে পারছে না ছাত্রছাত্রীরা। এ খবর শুনে নিজে দাঁড়িয়ে থেকে সেটা পরিস্কার করাতেই পারতেন তিনি। অবিলম্বে পরিস্কারের নির্দেশও দিতে পারতেন। কিন্তু সে রাস্তায় না হেঁটে তিনি নিজে সেখানে হাজির হয়ে খালি হাতে সেই টয়লেটের প্যানে জমে থাকা নোংরা পরিস্কার করা শুরু করেন। প্যানের মধ্যে হাত ঢুকিয়ে নোংরা বার করে আনতে থাকেন তিনি। পরে মগে করে জল ঢেলে দেখে নেন জল ঠিকঠাক পাশ করছে কিনা। খুব স্বাভাবিকভাবেই সেই ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেন অনেকে। তিনি ততক্ষণ নোংরা পরিস্কার করে যান, যতক্ষণ না ওই ভারতীয় নিয়মের প্যান দিয়ে জল খুব ভালভাবে যেতে পারে। পরে সেই ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে।
সাংসদ জনার্দন মিশ্রর এই টয়লেট পরিস্কারের কাহিনি গোটা দেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরও একটি ভিডিও এদিন সামনে এসেছে। যেখানে দেখা গেছে ওই গ্রামের এক স্কুল ছাত্রের হাতের নখ তিনি কেটে দিচ্ছেন। পাশাপাশি সেই ছাত্রকে পরিচ্ছন্নতার উপকারিতা বুঝিয়ে বলছেন।