উত্তরপ্রদেশের বুলন্দশহরে মা ও মেয়েকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মূল অভিযুক্ত এখনও ফেরার। তার খোঁজে তল্লাশি চলছে। এদিকে এই ঘটনায় ফের একবার মুখ পুড়েছে অখিলেশ সরকারের। অখিলেশ জামানায় রাজ্যে আইন বলে কিছু নেই বলে গলা ফাটাচ্ছেন বিরোধীরা। ভোটের মুখে এভাবে রাজ্য জুড়ে সমালোচনার মুখে পড়ে পুলিশের ৭ বড়কর্তাকে সাসপেন্ড করেছে অখিলেশ সরকার। ২৪ ঘণ্টার মধ্যে সব অভিযুক্তকে গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গত শুক্রবার মধ্যরাতে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মা ও তাঁর নাবালিকা মেয়েকে গাড়ি থেকে বার করে গণধর্ষণের ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। নয়ডার বাসিন্দা ওই মহিলা, তাঁর ১৪ বছরের মেয়ে ও বাড়ির অন্য সদস্যরা শাহজাহানপুরে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রাতেই গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন তাঁরা। অভিযোগ রাতের অন্ধকারে দিল্লি থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বুলন্দশহরে ঝোপ জঙ্গল ঘেরা রাস্তার মাঝে আচমকাই তাঁদের গাড়িতে কিছুর ধাক্কা লাগে। একটা তীব্র শব্দও হয়। খুব স্বাভাবিকভাবেই গাড়ি দাঁড় করিয়ে গাড়ি কিসে ধাক্কা খেল তা দেখার চেষ্টা করেন চালক। অভিযোগ ঠিক তখনই গাড়িতে জোর করে ঢুকে পরে ৫ দুষ্কৃতী। তারপর গাড়ির পুরুষদের গাছের সঙ্গে বেঁধে তাঁদের সামনেই খেত জমির ওপর ফেলে মা ও মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। দীর্ঘক্ষণ এসব চলার পর চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে যে রাস্তার ওপর ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশি টহল থাকে। রাতে দিল্লি ও কানপুরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশি টহল বাড়ানোও হয়। সেখানে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ধারে এমন ঘটনা ঘটে গেল অথচ পুলিশ টেরই পেল না! আপাতত এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারছে না পুলিশ। ভোটের মুখে মুখ পুড়ছে অখিলেশ সরকারের।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
Related Articles
Leave a Reply