চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। প্রতিহিংসার মারাত্মক নীতির তালিকায় সংযোজন হল আরও এক নীতি। কামড়ের বদলে কামড়। সেই নীতিকে হাতিয়ার করে সাপকে কামড়ে দিলেন এক কৃষক। উত্তরপ্রদেশের হরদোই গ্রামে তাঁর বাড়ি। সোনেলাল নামে ওই কৃষক গত শনিবার গবাদি পশুদের নিয়ে জমিতে চড়াতে গিয়েছিলেন। কৃষকের পরিবারের দাবি, খেতে ১টি সাপ ওই কৃষককে ছোবল মারে। সাপের ছোবলে আতঙ্কিত হননি ওই কৃষক। বরং রাগে অন্ধ হয়ে প্রতিশোধ নিতে সাপটির মাথা কামড়ে ছিঁড়ে নেন তিনি। প্রবল আক্রোশে সাপের মাথাটা কিছুক্ষণ চিবিয়ে মাটিতে ফেলে দেন সোনেলাল। তবে প্রতিহিংসা চরিতার্থ হলেও তার ফল খুব একটা ভাল হয়নি।
রাগের মাথায় বিষধর সরীসৃপের মাথা চিবানোর কিছুক্ষণ পর সংজ্ঞা হারান কৃষক সোনেলাল। প্রতিবেশিরা খেত থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় স্থানীয় মোঘাগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা এসে অচৈতন্য কৃষক ও সাপের মাথা পরীক্ষা করতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অসুস্থ কৃষকের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা থ বনে যান। সাপের বিষ ওই ব্যক্তির শরীরে পাওয়া গেছে ঠিক কথা, কিন্তু তাঁর শরীরের কোথাও সর্পদংশনের চিহ্নমাত্র নেই! তাহলে পরিবারের দাবি অনুযায়ী সাপে কামড়ানোর বদলে সাপকে কামড়ে দেওয়ার তত্ত্ব আসছে কোথা থেকে? তবে কি ইচ্ছাকৃতভাবেই ওই ব্যক্তি সাপের মাথা ছিঁড়ে তার বিষ সেবন করেছেন? প্রতিবেশিদের দাবি, অসুস্থ কৃষক সোনেলাল মাদকাসক্ত। সেই আসক্তি থেকেই ওই ব্যক্তি এমন ভয়ানক কাণ্ড ঘটালেন কিনা তা যাচাই করে দেখছেন চিকিৎসকেরা। স্রেফ প্রতিশোধ নিতে সাপকে কামড়ানোর ঘটনা বিশ্বাস করতে পারছেনা উত্তরপ্রদেশের পশু সংগঠনগুলিও।