ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ‘ধনুষ’-এর সফল উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার বেলা ১০টা ৫২ মিনিটে ওড়িশার পারাদ্বীপের কাছে সমুদ্রের মাঝখান থেকেই ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে উৎক্ষেপণ করা হয়। যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবেই আঘাত হানে। নৌসেনার একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।
৩৫০ কিলোমিটার দূরে যেকোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সমুদ্রের মাঝখানে থাকা জাহাজ থেকেও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে। আবার কোনও স্থলভূমি ছাড়াও সমুদ্রের মাঝেই কোনও জায়গায় আঘাত হানতে পারবে এটি। ৫০০ কেজি পর্যন্ত পরমাণু অস্ত্র বহনে সক্ষম ধনুষ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। এর সফল উৎক্ষেপণ এদিন ভারতীয় সেনার শক্তি আরও বৃদ্ধি করল।