উত্তরপ্রদেশ মেয়েদের জন্য নিরাপদ রাজ্য। মাত্র ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জোর গলায় একথা দাবি করেছিলেন। তাঁর সেই দাবির মুখে কার্যত চুনকালি ঢেলে দিল উন্নাওয়ে এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা। গত বৃহস্পতিবার অষ্টাদশী কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার হয় উন্নাওয়ে একটি গ্রামের খেতের ধার থেকে। মৃতার পরিবারের দাবি, বিকেলবেলা সপ্তাহের বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরীটি। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পান বাড়ির লোক ও এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, মেয়ের পোড়া দেহ পড়ে আছে খেতের ধারে। পাশে পড়ে রয়েছে তার জুতো, ওড়না, সাইকেল। গ্রামবাসীরাই কিশোরীর মৃত্যুর খবর পুলিশকে দেন। পুলিশ এসে উদ্ধার করে মৃত কিশোরীর দগ্ধ দেহ। দেহের পাশে পড়ে থাকা একটি ফাঁকা ক্যান ও কয়েক গুচ্ছ দেশলাইকাঠি উদ্ধার করে তারা। কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া বাকি জিনিসগুলি ফরেনসিকে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, সন্ধ্যার অন্ধকার আর ফাঁকা রাস্তার সুযোগ নিয়েছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। তারা কিশোরীকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। অনুমান, তারপর কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেহ ফেলে চম্পট দেয় দুষ্কৃতির দল। ঠিক কী কারণে কিশোরীকে নৃশংসভাবে খুন করা হল, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।