উত্তরপূর্ব ভারতের ২ রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। ২ রাজ্যেই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে। যারমধ্যে ভোটগ্রহণ হচ্ছে ২টি রাজ্যেই ৫৯টি আসনে। নাগাল্যান্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এক প্রার্থী জয়ী হয়ে গেছেন। নাগাল্যান্ডের অঙ্গামী-২ বিধানসভা আসনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির প্রধান নিফিউ রিও-র বিরুদ্ধে কোনও দল প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। ফলে ওই আসনে ভোটের প্রয়োজন পড়েনি।
অন্যদিকে মেঘালয়ের এনসিপি প্রার্থী জোনাথান সাংমা নির্বাচনী প্রচারে সেরে ফেরার পথে আইইডি বিস্ফোরণে মারা যান। ফলে ওই আসনে ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। বাদবাকি ২ রাজ্যের ৫৯টি আসনে সকাল থেকে ভোটগ্রহণ চলছে।
নাগাল্যান্ডে ভোটগ্রহণের মাঝেই কিছু হিংসার খবর মিলেছে। নাগাল্যান্ডের মান জেলার তিজিত পুলিশ স্টেশনের কাছে এদিন সকালে একটি বিস্ফোরণ হয়েছে। যাতে একজন গুরুতর আহত হন। এছাড়া টুকটাক কিছু ঝামেলার খবর মিলেছে। তবে তা বড় ধরণের কিছু নয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ২২ শতাংশ। নাগাল্যান্ডে পড়েছে ১৭ শতাংশ। আগেই ত্রিপুরার নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। ৩ রাজ্যের ভোটের ফল বার হবে আগামী শনিবার, ৩ মার্চ।