গত ২৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের পালামু জেলায় নিকেশ হয়েছিল ৪ মাওবাদী। পুলিশি হামলার হাত থেকে বাঁচতে সেইসময় গা ঢাকা দেয় বাকি মাওবাদীরা। পুলিশের কাছে খবর ছিল, মাওবাদীদের একটি সশস্ত্র দল আত্মগোপন করে আছে ছত্তিসগড়ের সীমান্তবর্তী এলাকায়। খবর পেয়ে শুক্রবার রাতভোরে তেলেঙ্গানা সীমান্তের কাছে পূজারি কাঁকেড় জঙ্গলে হামলা চালায় ছত্তিসগড় পুলিশ। তাদের সাথে মাওবাদী দমনে হাত মেলায় তেলেঙ্গানা পুলিশ। ২ রাজ্যের যৌথবাহিনীর হামলায় শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে মাওবাদীরা। প্রথমদিকে কিছুটা লড়ার চেষ্টা করেছিল মাওবাদীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়া শুরু করে তারা। পাল্টা প্রতিরোধের পথে হাঁটে যৌথ নিরাপত্তাবাহিনীও। পুলিশের জোরাল আক্রমণ ছিন্নভিন্ন করে দেয় মাওবাদীদের প্রতিরোধ। নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১২ জন মাওবাদী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
২ পক্ষের গোলাগুলিতে জখম হন ১ পুলিশকর্মী। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত মাওবাদীদের দেহ তেলেঙ্গানার কাঠগোদাম জেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের কাছে থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পূজারি কাঁকেড় জঙ্গলে গা ঢাকা দেওয়া বাকি মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।