National

নারকীয় আক্রমণে ক্ষতবিক্ষত যুবক, দাঁড়িয়ে দেখলেন সবাই

ফের রাজধানীর বুকে ফিরে এল দুষ্কৃতি হামলার আতঙ্ক। আরও একবার দিল্লির রাজপথ ভিজল নিরীহ মানুষের রক্তে। প্রতিবাদ করায় দুষ্কৃতিদের প্রাণঘাতী হামলার মুখে পড়তে হল এক যুবককে। অভিযোগ, সেইসময় এক যুবককে কোপানো ও পেটানোর দৃশ্য থ মেরে দেখেন স্থানীয়রা। তবু সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই। ফলে বেশ কিছুক্ষণ ধরে রাস্তার ওপরেই চলতে থাকে ওই যুবককে ফালাফালা করার নারকীয় যজ্ঞ। একসাথে ২০ জন মিলে ছুরি আর রড দিয়ে ক্ষতবিক্ষত করে দেয় আক্রান্তের শরীর। তারপর রাস্তার ওপরেই রক্তাক্ত দেহ ফেলে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতিরা। কোনওরকম বাধা-বিপত্তি ছাড়াই, মাথার ওপর রড ঘোরাতে ঘোরাতে এলাকা ছেড়ে বেরিয়ে যায় তারা। যেন কি একটা যুদ্ধ জয় করে ফিরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে এক যুবককে খুনের চেষ্টার খবর তারা সময়মত পুলিশকে জানিয়েছিল। কিন্তু খবর পাওয়ার ১ ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তাদের দাবি, পুলিশ আরও আগে এলে ওই যুবককে দুষ্কৃতিদের মারণ হামলার হাত থেকে বাঁচানো যেত।

গত বৃহস্পতিবার লোম খাঁড়া করে দেওয়া সেই দৃশ্য শুধু স্থানীয়রাই নয়, প্রত্যক্ষ করেছিল আরও একজন। দিল্লির খানপুর এলাকার একটি সিসিটিভি ক্যামেরা। তারই ফুটেজে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৪টের দিকে দুগ্গল কলোনির একটি জিম থেকে বার হন এক যুবক। কালো রঙের জামা পরা যুবকের নাম আশিস। জিম থেকে বেরোতেই আচমকা তাঁর পথ আটকে দাঁড়ায় ১টি বাইক। বাইকে ২ জন ব্যক্তি বসেছিল। এরপরেই চোখের নিমেষে আরও ৯টি বাইক এসে পথ আগলে দাঁড়ায় ওই যুবকের। এরপর মোট ১৮ জন মিলে চড়াও হয় যুবকের ওপর। প্রত্যক্ষদর্শীদের মতে, বলা নেই, কওয়া নেই, হঠাৎ ছুরি দিয়ে দুষ্কৃতিরা যুবককে বেধড়ক কোপাতে থাকে। কমপক্ষে ৫০ বার ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় যুবকের শরীর। পাশাপাশি রড দিয়ে ওই যুবককে বেধড়ক পেটাতে থাকে উন্মত্ত দুষ্কৃতির দল। সিসিটিভি ফুটেজ থেকে অবশ্য স্পষ্ট, প্রাণভয়ে চোখের সামনে হাড় হিম করা দৃশ্য দেখে কেউই যুবককে বাঁচাতে এগিয়ে আসেননি। পরে দুষ্কৃতিরা এলাকা ছেড়ে গেলে মৃতপ্রায় যুবককে স্থানীয়রাই হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


ঘটনাস্থলে পরে তদন্তের জন্য উপস্থিত হয় পুলিশ। দুগ্গল কলোনির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা। ঠিক কি কারণে ওই যুবকের ওপর হামলা চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার ওই এলাকার এক কিশোর কিছু লোকের দিকে রঙভরা বেলুন ছুঁড়ে মেরেছিল। সেই অপরাধে ওই কিশোরকে ব্যাপক মারধর করে কয়েকজন ব্যক্তি। কিশোরকে তাদের হাত থেকে বাঁচাতে এগিয়ে যান আশিস নামের ওই যুবক। সেই নিয়ে আক্রমণকারীদের সাথে একচোট বচসাও হয়ে যায় আশিসের। সেই ঝামেলার বদলা নিতে প্রতিবাদী যুবকের উপর হামলা করা হল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা অভিযুক্তদের শনাক্তকরণের চেষ্টা করছেন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button