National

মেঘালয় মুখ বাঁচাল কংগ্রেসের, তবে নিরঙ্কুশ নয়

মেঘালয়ে তারাই সরকার গড়বে। এমনই দাবি করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানে ভোটের ফলে কংগ্রেস দখলে রেখেছে ২১টি আসন। ৬০ আসনের বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩১টি আসন। ভোট হয়েছে ৫৯টি আসনে। অন্যদিকে এখানে বিজেপি তেমন একটা ভাল ফল করতে পারল না। তবে গতবারের চেয়ে ভাল। গত বিধানসভা নির্বাচনে তাদের ঝুলি ছিল শূন্য। এবার সেখানে ২টি আসন পেয়েছে তারা। ১৯টি আসনে জয় নিশ্চিত করেছে ন্যাশনাল পিপলস পার্টি। বাকি ১৭টি আসন কিন্তু ৪টি দলের মধ্যে ভাগ হয়েছে। ফলে এদের ওপর অনেকটাই নির্ভর করছে মেঘালয়ে কংগ্রেস সরকার গড়তে পারবে কিনা। কারণ সরকার গড়তে কংগ্রেসের অনন্যাদের সমর্থন লাগবে। সেই সমর্থন এসব আঞ্চলিক দলগুলির কাছ থেকে যোগাড় করতে হবে তাদের।

সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস কথাবার্তা শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন সব ঠিকঠাক চললে মেঘালয়ে ফের কংগ্রেসই সরকার গড়তে চলেছে। ইতিমধ্যেই মেঘালয়ে তাদের সরকার গঠন নিশ্চিত করতে সেখানে আহমেদ প্যাটেলকে পাঠিয়েছে কংগ্রেস।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button