মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ বরযাত্রী বোঝাই একটি ট্রাক উল্টে গেল রাস্তার ধারের একটি নালায়। গুজরাটের ভাবনগর-রাজকোট হাইওয়ে ধরে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকে ছিলেন ৬০ জন যাত্রী। বিয়ের আনন্দে মশগুল সকলে গল্পগুজব আনন্দে মেতে উঠেছিলেন। আচমকাই তাঁদের সেই আনন্দ পরিণত হয় আর্তনাদে। বরযাত্রীদের নিয়ে আচমকাই ট্রাকটি উল্টে পড়ে উমারালা এলাকার রাস্তার ধারের নালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ জন যাত্রীর। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। দুর্ঘটনার জেরে আহত হন ১২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের বাঁচাতে দ্রুত উদ্ধারকার্যে নেমে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। তারা এসে মৃত ও আহত যাত্রীদের উদ্ধার করে। গুরুতর জখম যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ট্রাক চালক। তার জেরেই নিমেষে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।