
আকাশে মুখোমুখি ধাক্কার হাত থেকে অল্পের জন্য রেহাই পেল ২টি ইন্ডিগো বিমান। ঘটনাস্থল গুয়াহাটি বিমানবন্দর। সূত্রের খবর, এদিন মুম্বই থেকে গুয়াহাটিতে আসছিল ১টি ইন্ডিগো বিমান। ঠিক সেই সময়েই গুয়াহাটি থেকে মুম্বইয়ের উদ্দেশে রানওয়ে থেকে টেক অফ করে অন্য ১টি ইন্ডিগো বিমান। ১টা উঠছে, অন্যটা নামছে। এই সময়ে রানওয়ের কাছে আকাশে প্রায় মুখোমুখি হয়ে যায় ২টি বিমান। তবে তৎপর ছিলেন ২ পাইলট। মূলত তাঁদের চেষ্টাতেই এ যাত্রায় রক্ষা পায় অনেক প্রাণ। যদিও এই ঘটনায় আতঙ্কে বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন যাত্রী ও বিমানকর্মী। কী করে এমন হল তা খতিয়ে দেখছে এটিএস।